যখন সব থেমে যায় তোমার আঘাত আমার ব্যর্থতায় কি ভেবেছো বদলে গেছি আমি এভাবেই থাকতে চাই আমি এভাবেই বাঁচতে চাই যত যাই বলো জীবনটা আমার, আমি যাই করি তুমি কি ভেবেছো তোমারই অহংকার সারাটি জীবনভর পার পাবে না এবার যখন সব থেমে যায় তোমার আঘাত আমার ব্যর্থতায় কি ভেবেছো বদলে গেছি আমি এভাবেই থাকতে চাই আমি এভাবেই বাঁচতে চাই যত যাই বলো জীবনটা আমার, আমি যাই করি তুমি কি ভেবেছো তোমারই অহংকার সারাটি জীবনভর পার পাবে না এবার তোমার জন্য সব, এমনটা ভেবো না সবই হারাবে তোমার স্মৃতি তোমাকে পোড়াবে আবেগের জাল ছড়িয়ে চার দেয়াল কেন আগুন তুমি তোমার জন্য বেঁচে থাকা পুরো অর্থহীন মিথ্যে অভিনয়, বলতে ইচ্ছে হয় দোষ তোমারই কি পেয়েছো, না-না-না, না-না তোমায় যে পাওয়ার নয় হাত বাড়িয়ে ছুঁবো না শুধু জেনে রেখো দুঃখটা আমার সুখের পর যতই চাও, যত ভয় দেখাও কাজ হবে না, কিছুই পাবে না তোমার জন্য সব, এমনটা ভেবো না সবই হারাবে তোমার স্মৃতি তোমাকে পোড়াবে আবেগের জাল ছড়িয়ে চার দেয়াল কেন আগুন তুমি তোমার জন্য বেঁচে থাকা- তুমি কি ভেবেছো তোমারই অহংকার সারাটি জীবনভর পার পাবে না এবার যতই চাও, যত ভয় দেখাও কাজ হবে না, কিছুই পাবে না তুমি কি ভেবেছো তোমারই অহংকার সারাটি জীবনভর পার পাবে না এবার যতই চাও, যত ভয় দেখাও কাজ হবে না, কিছুই পাবে না ♪ তোমার জন্য সব, এমনটা ভেবো না সবই হারাবে তোমার স্মৃতি তোমাকে পোড়াবে আবেগের জাল ছড়িয়ে চার দেয়াল কেন আগুন তুমি তোমার জন্য বেঁচে থাকা পুরো অর্থহীন