বাতাসে সাদা কাফন আর উড়ছে না স্তব্ধ মেঘেদের গর্জন শুনছি না আমি দেখি শুধু রক্তস্রোত খুঁজি ক্রমেই হারানো বোধ আমি এই যুদ্ধের শেষ ক্রীতদাস ফিরিয়ে দাও সে সময়, সে আলো অত্যাচার হবে শেষ ফিরিয়ে দাও সে সকাল, সে পরাহ মৃত্যু ফেলে যাবে রেশ ♪ হে সত্তা, শুনছো কি প্রার্থনা? অসহায় সব মানব আজ জিরচ্ছে আমি কাঁদি, শুনি আর্তনাদ রক্তে ভেজা প্রতিটি রাত এই দানবিক যুদ্ধে ঝরছে লাশ ফিরিয়ে দাও সে সময়, সে আলো অত্যাচার হবে শেষ ফিরিয়ে দাও সে সকাল, সে পরাহ মৃত্যু ফেলে যাবে রেশ সবই কি সেই অশরীরী? জীবন মাত্র মৃত্যুর সন্ধান সব নিলে, রাতও নিলে নষ্টের মূল শ্রেষ্ঠ সত্তা ♪ ফিরিয়ে দাও সে সময়, সে আলো অত্যাচার হবে শেষ ফিরিয়ে দাও সে সকাল, সে পরাহ মৃত্যু ফেলে যাবে রেশ ফিরিয়ে দাও সে সময়, সে আলো অত্যাচার হবে শেষ ফিরিয়ে দাও সে সকাল, সে পরাহ মৃত্যু ফেলে যাবে- ফিরিয়ে দাও সে সময়, সে আলো অত্যাচার হবে শেষ ফিরিয়ে দাও সে সকাল, সে পরাহ মৃত্যু ফেলে যাবে রেশ