সভ্যতার খেলায় রঙিন পৃথিবী আকাশে কখন দেখবো রঙিন প্রার্থনার পৃথিবী আমার জীবন রঙিন কল্পনায় স্তিমিত রং সরিয়ে নিয়ে যায় আলো আলো ♪ বহুত দূরে দেয়ালের অন্ধকার আলোতে প্রতিবিম্ব কল্পনার সাথে খেলা করে একটু বিশ্বাস অথবা অবিশ্বাসের খেলাঘরে যাবো কি আমি সেথায়? শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি অস্তিত্ব বলে আর কিছু নেই আর কষ্ট চিৎকারে রাতের অন্ধকারে ভেঙে গেলাম একটুখানি হই আমি সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি ♪ অন্ধকারেই দেওয়ালে এঁকে দাও তোমাদের হাতের ছাপ শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি অস্তিত্ব বলে আর কিছু নেই আর কষ্ট চিৎকারে রাতের অন্ধকার ভেঙে গেলে একটুখানি হই আমি সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি ♪ শত সহস্র শক্তির মাঝে অবাক হই আমি অস্তিত্ব বলে আর কিছু নেই আর কষ্ট চিৎকারে রাতের অন্ধকারে ভেঙে গেলাম একটুখানি হই আমি সব শুনেও আঁধারে লুকিয়ে থাকি