যা ইচ্ছে তাই লিখতে বসে লিখতে চাই যে গান ছন্নছাড়া সুরের মায়ায় খুঁজে ফিরি প্রান যা ইচ্ছে তাই স্বপ্ন আমায় করে আশাবাদী বাস্তবতার কুঠারাঘাত একলা বসে কাঁদি ♪ যা ইচ্ছে তাই ইচ্ছেগুলো যখন মেলে ডানা অগম যত গন্তব্য সবই আমার জানা যা ইচ্ছে তাই সমাজ যখন তোমায় আমায় ভাবায় অপারগতার ম্লান হাসিটা শুধুই মোরে কাঁদায় যা ইচ্ছে তাই কষ্ট নিয়ে গুমড়ে মরি ব্যথায় তোমার মুখের মিষ্ট বচন আগলে রাখে সদাই যা ইচ্ছে তাই আমি যখন বুঝতে চাই না তোমায় তখন তোমার সময় কাটে আমার আরাধনায় ♪ যা ইচ্ছে তাই গানটা যখন তোমরা সবাই শুনছো আমার চোখের অশ্রুগুলো তোমরা কেউ কি গুনছো?