তোমার শহরে চোর থাকে না তোমার শহরে লোক মরে না তোমার শহর ধর্ম মানে না তোমার শহর মিথ্যে জানে না তোমার শহরে চোর থাকে না তোমার শহরে লোক মরে না তোমার শহর ধর্ম মানে না তোমার শহর মিথ্যে জানে না কখনো ভেবেছো কিভাবে পালাবে? সীমিত উৎসব কবে যে ফুরাবে? এখনও চাবিওয়ালা হেঁকে যায় এখনও বাজারে কফিন বিক্রি হয় এখন তোমার দুই হাত আঁকড়াতে যা চায় জানি না তা রাখবে কোথায় এইবারই শেষবার, আরেকটা সুযোগ নাও বাঁচার জন্যই আবার বাঁচতে চাও ♪ তুমি তোমার ঈশ্বরকে দেখোনি ঈশ্বরও তোমাকে চেনে না কোন পাশ ফিরে ঘুমোতে ভালোবাসো তুমি ছাড়া কেউই জানে না এখনও অসহায় দাঁড়িয়ে রাস্তায় জলে গা ভিজিয়ে ভীষণ বর্ষায় চোখ মুছতে মুছতে গাড়ি চলে যায় কালো ছাতা ঝাপসা হয়ে যায় এখন তোমার দুই হাত আঁকড়াতে যা চায় জানি না তা রাখবে কোথায় এইবারই শেষবার, আরেকটা সুযোগ নাও বাঁচার জন্যই আবার বাঁচতে চাও এখন তোমার দুই হাত আঁকড়াতে যা চায় জানি না তা রাখবে কোথায় এইবারই শেষবার, আরেকটা সুযোগ নাও বাঁচার জন্যই আবার বাঁচতে চাও