Kishore Kumar Hits

Anjan Dutt - Digama lyrics

Artist: Anjan Dutt

album: Anakdin Por


নিউমার্কেটের একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা লোক
কেঁদে ফেলে হঠাৎ, কেঁদে ফেলে সে, ভিজে যায় তার দুই চোখ
ভুলে গিয়েছিলো সে, হারিয়ে গেছে তার ছেলেবেলার মার্কেট
বন্ধ হয়ে গেছে, বন্ধ দোকান, ডি গামা সাহেবের কেক
একটা যুগ ধরে কত কত pastry, কত patty-পাউরুটির গন্ধ
একটা সংখ্যালঘু ঐতিহ্য আমার শহরে দুম করে বন্ধ
একটা গোটা গোয়ান বংশের ভালোবাসা হঠাৎ হয়ে গেল শেষ
বন্ধ হয়ে গেছে, বন্ধ দোকান, দিগামা সাহেবের কেক
আপনারা হয়তো বলবেন
বুড়ো বয়সে আর গান পেলেন না, দাদা?
শেষমেশ কেক-পাউরুটি নিয়ে গান!

একটা কেকের দোকান নিয়ে একটা গান লিখে ভরবে না কারো পেট
জানি অনেক নতুন দোকান বসে গেছে, রঙচঙে ক্যাফে, কফি, চকলেট
তবু হয়তোবা কারো মনে পড়ে যেতে পারে কোনো ফেলে আসা বড়দিন
একটা সাদামাটা বাক্সভরা সুগন্ধ, ডি গামা সাহেবের ঋণ
কলকাতা আজ একটা megacity হবে, পণ করেছে সরকার
বড়সড় হয়ে যাবে রাস্তাঘাট, বড় বড় সব হওয়া দরকার
তাই ছোটখাটোদের জায়গা কমে যাবে, এটা বিশ্বায়নের বাজার
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর বলো তার?
কী বলো, গিটার?

কত ছোট ছোট হাত ভরে গিয়েছিলো একদিন marzipan-এর ফেলনায়
ইশকুল গেটের বাইরে ফেরিওয়ালার সাথে বায়নায়
মাথায় নিয়ে কালো বাক্সে ভরা pastry-patty হরেক
ফিরবে না সেই ফেরিওয়ালা নিয়ে ডি গামা সাহেবের কেক
(ডি গামা)
জানি অনেক কিছুই গেছে হারিয়ে এইভাবে আমার কলকাতায়
শুধু দু'-একটা লোক হয়তো কেঁদে ফেলবে হঠাৎ কোনো বিকেল বেলায়
আর আমি আরো দু'-একটা গান লিখে গাইবো নিজেই নিজের তাগিদে
ফিরবে না সেই ফেরিওয়ালা নিয়ে ডি গামা সাহেবের কেক
(ডি গামা)

ডি গামা সাহেবের কেক

ডি গামা সাহেবের কেক

সাহেবের কেক

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists