গোবিন্দকে মেরেছে তার মালিক গোবিন্দ কাঁদছে রাস্তায় গোবিন্দর পাশে একটা শালিক গোবিন্দকে সাহস যোগায় একটু পরেই কান্না ভুলে যাবে ভুলে যাবে কালশিটে ছোট ছোট হাত-পা শালিক পাখি আর গোবিন্দকে নিয়ে হাসবে আবার আমার কলকাতা কষ্ট, বড় কষ্ট এ শহরে কষ্ট যায় হারিয়ে সহজেই হাজার বার মরলে পরেও আসবো ফিরে ফিরে আমি আসবো ফিরে এখানেই, এখানেই ♪ নামে ঝড়, নামে বৃষ্টি, ভেঙে যায় গাছপালা ভেসে যায় আমার শহর শালিক হারিয়ে ফেলে তার রাতের আস্তানা ভিজে জবজবে, সর্দিজ্বর গোবিন্দর দু'টো হাত, আছে kerosene-এর stove শুকিয়ে যায় শালিকের গা শালিক পাখি আর গোবিন্দ যে তাই কোনো বিপদকে ভয় পায় না আর কষ্ট, বড় কষ্ট এ শহরে কষ্ট যায় হারিয়ে সহজেই হাজার বার মরলে পরেও আসবো ফিরে ফিরে আমি আসবো ফিরে এখানেই, এখানেই কষ্ট, বড় কষ্ট এ শহরে কষ্ট যায় হারিয়ে সহজেই হাজার বার মরলে পরেও আসবো ফিরে ফিরে আমি আসবো ফিরে এখানেই, এ শহরেই