কখনো হয়তো খুদ-কুঁড়ো জুটে যায় কখনো একটা হাড় ছুঁড়ে দেয় কেউ একা চেয়ে থাকা সমব্যথি জোছনায় আদিম নেকড়ে অধুনায় ঘেউ ঘেউ কখনো হয়তো বড়লোক পুষে ফেলে নাম জুটে যায় Jimmy, Tommy, Tiger প্রভু চুমু খান ধোপদুরস্ত গালে সকলেরই বাপু ভালোবাসা দরকার কখনো মাঝারি সংসারে জোটে ঠাঁই ছোট্ট বাসায় বিচ্ছু দামাল ছানা সব্বার আদুরে, সব্বার তাকে চাই আদিম নেকড়ে অধুনায় পোষ মানা কখনো পাড়ার এঁটো কাঁটা খাওয়া নেড়ি উচ্ছিষ্টের দারুণ সমঝদার বেপাড়ার কেউ ঢুকলেই তেড়িমেড়ি আদিম নেকড়ে অধুনায় পাহারাদার কখনো একটা ভাঙা বিস্কুট জোটে কখনো জোটে অকারণে এক লাথি আদর-টাদর কিছুই পায় না মোটে তবুও নেড়িটা প্রসবিণী রাতারাতি কখনো চারটে, কখনো পাঁচটা ছানা গাড়ির চাকায় থেতো হয়ে যায় কেউ একটা আবার জন্ম থেকেই কানা একটা চেঁচায় বেপরোয়া ঘেউ ঘেউ বেপরোয়া কিছু কুকুরই নাহয় হোক পরোয়া করতে করতে মানুষ ম'লো শান্ত-শিষ্ট লেজ-বিশিষ্ট লোক মুখ বুজে থেকে প্রভুদের প্রিয় হলো