Kishore Kumar Hits

Khalid Hasan Milu - Ekdin Jabe Chole lyrics

Artist: Khalid Hasan Milu

album: Ami Eka Boro Eka


একদিন যাবে ছেড়ে, আসবে না আর ফিরে
তোমার ছিল কি এই ইচ্ছা?
নিঃস্ব করে গেলে, মন ভেঙ্গেচুরে দিলে
তবুও জানাই শুভেচ্ছা
একদিন যাবে ছেড়ে, আসবে না আর ফিরে
তোমার ছিল কি এই ইচ্ছা?
নিঃস্ব করে গেলে, মন ভেঙ্গেচুরে দিলে
তবুও জানাই শুভেচ্ছা

তোমার হাসি পরাবে ফাঁসি
ভাবিনি কোনদিনও আমি
সেই ছলনায় কাঁদাবে আমায়
বন্ধু আমার ওগো তুমি
তোমার হাসি পরাবে ফাঁসি
ভাবিনি কোনদিনও আমি
সেই ছলনায় কাঁদাবে আমায়
বন্ধু আমার ওগো তুমি
নিঃস্ব করে গেলে, মন ভেঙ্গেচুরে দিলে
তবুও জানাই শুভেচ্ছা
একদিন যাবে ছেড়ে, আসবে না আর ফিরে
তোমার ছিল কি এই ইচ্ছা?
নিঃস্ব করে গেলে, মন ভেঙ্গেচুরে দিলে
তবুও জানাই শুভেচ্ছা

বিরহ ব্যথায় মন পুড়ে যায়
দু'চোখ ভরে শুধু জলে
কিসের ভুলে কাঁদালে আমায়
সে কথা যাওনি তুমি বলে
বিরহ ব্যাথায় মন পুড়ে যায়
দু'চোখ ভরে শুধু জলে
কিসের ভুলে কাঁদালে আমায়
সে কথা যাওনি তুমি বলে
নিঃস্ব করে গেলে, মন ভেঙ্গেচুরে দিলে
তবুও জানাই শুভেচ্ছা
একদিন যাবে ছেড়ে, আসবে না আর ফিরে
তোমার ছিল কি এই ইচ্ছা?
নিঃস্ব করে গেলে, মন ভেঙ্গেচুরে দিলে
তবুও জানাই শুভেচ্ছা
একদিন যাবে ছেড়ে, আসবে না আর ফিরে
তোমার ছিল কি এই ইচ্ছা?
নিঃস্ব করে গেলে, মন ভেঙ্গেচুরে দিলে
তবুও জানাই শুভেচ্ছা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists