Kishore Kumar Hits

Baby Naznin - Tomar Majhe Ami lyrics

Artist: Baby Naznin

album: Thanda Thanda Mon


তোমার মাঝে আমি, বন্ধু, বাঁধলাম প্রেমের ঘর
ভালোবাসি, বাসবো ভালো তোমায় জীবনভর
এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, বন্ধু, বাঁধলাম প্রেমের ঘর
ভালোবাসি, বাসবো ভালো তোমায় জীবনভর
এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি

আকাশ জুড়ে তারার মেলা, তুমি চাঁদের আলো
আঁধার ঘরে যেন তুমি জোনাক হয়ে জ্বলো
ঝিনুক বুকে কষ্ট পুষে মুক্তো ধরে রাখে
তেমন করে রেখো আমায়, বন্ধু, তোমার বুকে
তোমার ভালোবাসা আমার জীবনের চেয়ে দামী
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, বন্ধু, বাঁধলাম প্রেমের ঘর
ভালোবাসি, বাসবো ভালো তোমায় জীবনভর
এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি

হৃদয় ভেজা ভালোবাসা দিতে তোমার কাছে
ছুটে এলাম, নাও না এ প্রেম যতটুকু আছে
সাগর সেচে যায় না মাপা তোমার ভালোবাসা
তোমাকে চাই, এ জীবনে একটা শুধু আশা
অমর হয়ে রবে, বন্ধু, প্রেমের এ কাহিনী
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, বন্ধু, বাঁধলাম প্রেমের ঘর
ভালোবাসি, বাসবো ভালো তোমায় জীবনভর
এসেছি এই পৃথিবীতে তোমার জন্য আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি
তোমার মাঝে আমি, তোমার মাঝে আমি

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists