প্রেম-প্রীতি-ভালোবাসা বিধাতার দান লোকে তারে পাপ বলে, করে অসম্মান প্রেম যদি হয় পাপ, নেই কোনো অনুতাপ তোমার জন্য সব করতে পারি চলো সেই পাপটা করি, সেই পাপটা করি একবার সেই পাপটা করি প্রেম-প্রীতি-ভালোবাসা বিধাতার দান লোকে তারে পাপ বলে, করে অসম্মান প্রেম যদি হয় পাপ, নেই কোনো অনুতাপ তোমার জন্য সব করতে পারি চলো সেই পাপটা করি, সেই পাপটা করি একবার সেই পাপটা করি ♪ যদি আদম হাওয়ার এক হৃদয়ে ভালোবাসা নাই ফুটতো জীবন-পৃথিবী কভু বলো কি সৃষ্টি হতো? যদি আদম হাওয়ার এক হৃদয়ে ভালোবাসা নাই ফুটতো জীবন-পৃথিবী কভু বলো কি সৃষ্টি হতো? সেই প্রেমে গড়া মন আমার নেই তো কিছু চাওয়ার তোমার আশায় আমি স্বর্গ ছাড়তে পারি চলো সেই পাপটা করি, সেই পাপটা করি একবার সেই পাপটা করি প্রেম-প্রীতি-ভালোবাসা বিধাতার দান লোকে তারে পাপ বলে, করে অসম্মান প্রেম যদি হয় পাপ, নেই কোনো অনুতাপ তোমার জন্য সব করতে পারি চলো সেই পাপটা করি, সেই পাপটা করি একবার সেই পাপটা করি ♪ বলো আছে কি এমন জন চায় না যে প্রেম সাজাতে? প্রেম তো সবাই চায় বিরহ কিবা সুখেতে বলো আছে কি এমন জন চায় না যে প্রেম সাজাতে? প্রেম তো সবাই চায় বিরহ কিবা সুখেতে ও, তাতে দোষী হই যদি নেই যে কোনো ক্ষতি তোমার জন্য আমি সব জ্বালা সইতে পারি চলো সেই পাপটা করি, সেই পাপটা করি একবার সেই পাপটা করি প্রেম-প্রীতি-ভালোবাসা বিধাতার দান লোকে তারে পাপ বলে, করে অসম্মান প্রেম যদি হয় পাপ, নেই কোনো অনুতাপ তোমার জন্য সব করতে পারি চলো সেই পাপটা করি, সেই পাপটা করি একবার সেই পাপটা করি প্রেম-প্রীতি-ভালোবাসা বিধাতার দান লোকে তারে পাপ বলে, করে অসম্মান প্রেম যদি হয় পাপ, নেই কোনো অনুতাপ তোমার জন্য সব করতে পারি চলো সেই পাপটা করি, সেই পাপটা করি একবার সেই পাপটা করি