Polash - Bhalobashi Amra Dujon lyrics
Artist:
Polash
album: Moron Khela
পাড়া-পড়শি জানল যখন
ভালোবাসি আমরা দুজন
ঠিক করিল তোমার বিয়া ঘটক ডাকিয়া
অন্যজনের বউ সাজিয়া কেমন করিয়া
যাইবা রে সজনি তুমি পালকি চড়িয়া
পাড়া-পড়শি জানল যখন
ভালোবাসি আমরা দুজন
ঠিক করিল তোমার বিয়া ঘটক ডাকিয়া
অন্যজনের বউ সাজিয়া কেমন করিয়া
যাইবা রে সজনি তুমি পালকি চড়িয়া
♪
তোমারই নাম লেখা আছে বুকের মধ্যিখানে
হবে না বঁধুয়া আমার, সহে না পরানে
♪
তোমারই নাম লেখা আছে বুকের মধ্যিখানে
হবে না বঁধুয়া আমার, সহে না পরানে
তুমি যদি যাও ছাড়িয়া
ভালোবাসার কবর দিয়া
সব হারানোর শোকে আমি যাব মরিয়া
অন্যজনের বউ সাজিয়া কেমন করিয়া
যাইবা রে সজনি তুমি পালকি চড়িয়া
♪
বাবা-মায়ে রাখল তোমায় ঘরে বন্দি করে
জানাব মনেরই ব্যথা কেমনে তোমারে?
♪
বাবা-মায়ে রাখল তোমায় ঘরে বন্দি করে
জানাব মনেরই ব্যথা কেমনে তোমারে?
যদি পারো ঘর ছাড়িয়া
আমারে যাও কবর দিয়া
না পারিলে যাও গো দুচোখ অন্ধ করিয়া
অন্যজনের বউ সাজিয়া কেমন করিয়া
যাইবা রে সজনি তুমি পালকি চড়িয়া
পাড়া-পড়শি জানল যখন
ভালোবাসি আমরা দুজন
ঠিক করিল তোমার বিয়া ঘটক ডাকিয়া
অন্যজনের বউ সাজিয়া কেমন করিয়া
যাইবা রে সজনি তুমি পালকি চড়িয়া
পাড়া-পড়শি জানল যখন
ভালোবাসি আমরা দুজন
ঠিক করিল তোমার বিয়া ঘটক ডাকিয়া
অন্যজনের বউ সাজিয়া কেমন করিয়া
যাইবা রে সজনি তুমি পালকি চড়িয়া
Поcмотреть все песни артиста
Other albums by the artist