Polash - Moron Khela lyrics
Artist:
Polash
album: Moron Khela
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
তোর খেলাতে জ্বলেপুড়ে হলাম আমি ভবঘুরে
ভেঙেচুরে নিঃস্ব হলো হৃদয়টা আমার
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
তোর খেলাতে জ্বলেপুড়ে হলাম আমি ভবঘুরে
ভেঙেচুরে নিঃস্ব হলো হৃদয়টা আমার
ও পাষাণী, পাষাণী
ও পাষাণী, ও পাষাণী
ভেঙে দিলি স্বপ্ন আমার, ভেঙে দিলি আশা
চিরতরে হারিয়ে গেল সাধের ভালোবাসা
ও, ভেঙে দিলি স্বপ্ন আমার, ভেঙে দিলি আশা
চিরতরে হারিয়ে গেল সাধের ভালোবাসা
প্রেমের নামে পুতুল খেলার ছিল কী দরকার?
প্রেমের নামে পুতুল খেলার কী ছিল দরকার?
তোর খেলাতে জ্বলেপুড়ে হলাম আমি ভবঘুরে
ভেঙেচুরে নিঃস্ব হলো হৃদয়টা আমার
ও পাষাণী, পাষাণী
ও পাষাণী, ও পাষাণী
এই বুকেরই মধ্যখানে রেখেছিলাম তোরে
সেই বুকেতে বিষের ছুরি মারলি কেমন করে?
ও, এই বুকেরই মধ্যখানে রেখেছিলাম তোরে
সেই বুকেতে বিষের ছুরি মারলি কেমন করে?
ভালোবাসার প্রতিদানে পেলাম হাহাকার
ভালোবাসার প্রতিদানে পেলাম হাহাকার
তোর খেলাতে জ্বলেপুড়ে হলাম আমি ভবঘুরে
ভেঙেচুরে নিঃস্ব হলো হৃদয়টা আমার
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
পাষাণী তুই মরণখেলা খেলবি কত আর?
তোর খেলাতে জ্বলেপুড়ে হলাম আমি ভবঘুরে
ভেঙেচুরে নিঃস্ব হলো হৃদয়টা আমার
ও পাষাণী, পাষাণী
ও পাষাণী, ও পাষাণী
Поcмотреть все песни артиста
Other albums by the artist