তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তোরে পাইয়া মন আনন্দে তোরে পাইয়া মন আনন্দে নাচিয়া গান গাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে ♪ ফুল পাইয়া ভ্রমরা যেমন ওরে হয় রে ভীষণ খুশি তোরে পাইয়া বন্ধু আমি খুশি ১২ মাসই ফুল পাইয়া ভ্রমরা যেমন ওরে হয় রে ভীষণ খুশি তোরে পাইয়া বন্ধু আমি খুশি ১২ মাসই সকাল-দুপুর, সন্ধ্যা-নিশি সকাল-দুপুর, সন্ধ্যা-নিশি সুখ যে শুধু পাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে ♪ ওরে জোয়ার পাইয়া নদী খুশি ভরিয়া নেয় রে দু'কূল তোরে পাইয়া বন্ধু আমি খুশিতে হই আকুল আরে জোয়ার পাইয়া নদী খুশি ভরিয়া নেয় রে দু'কূল তোরে পাইয়া বন্ধু আমি খুশিতে হই আকুল প্রাণের সুরে বাজাইয়া ঢোল প্রাণের সুরে বাজাইয়া ঢোল খেমটা নাচি তাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে ♪ মেঘ পাইয়া যেমন খুশি হয় রে চাতক পাখি তোরে পাইয়া বন্ধু আমার খুশির আর নাই বাকি ওরে, মেঘ পাইয়া যেমন খুশি হয় রে চাতক পাখি তোরে পাইয়া বন্ধু আমার খুশির আর নাই বাকি সৈয়দ দুলাল চিরসুখী সৈয়দ দুলাল চিরসুখী আর না চাই কিছু রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তোরে পাইয়া মন আনন্দে তোরে পাইয়া মন আনন্দে নাচিয়া গান গাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে তুই ছাড়া কেউ নাই রে আমার তুই ছাড়া কেউ নাই রে