ওগো নন্দিনী, তুমি কী না পারো, তুমি কাশীর মহিষী করুণা তুমি কারো ধার না ধারো ওগো নন্দিনী, তুমি কী না পারো, তুমি কাশীর মহিষী করুণা ♪ তুমি বোঝো না কারো সুখ-সুবিধা নিজের সুখের তরে, আগুন লাগাতে পরে কখনো করো না দ্বিধা তুমি বোঝো না কারো সুখ-সুবিধা নিজের সুখের তরে, আগুন লাগাতে পরে কখনো করো না দ্বিধা করলে তাই পুড়িয়ে ছাই হৃদয় আমারও তুমি কারো ধার না ধারো ওগো নন্দিনী, তুমি কী না পারো, তুমি কাশীর মহিষী করুণা ♪ আমি জেনেছি তোমার মনবাসনা যখন গিয়েছি জেনে, এনেছি নিজেকে টেনে তখনই দিয়েছি ঘোষণা আমি জেনেছি তোমার মনবাসনা যখন গিয়েছি জেনে, এনেছি নিজেকে টেনে তখনই দিয়েছি ঘোষণা আর তো নয়, নয় অভিনয় বন্ধু আবারও তুমি কারো ধার না ধারো ওগো নন্দিনী, তুমি কী না পারো, তুমি কাশীর মহিষী করুণা তুমি কারো ধার না ধারো ওগো নন্দিনী, তুমি কী না পারো, তুমি কাশীর মহিষী করুণা