কী এমন ছিল প্রয়োজন এসেছো চাইতে ক্ষমা ক্ষমা করবার কতটুকু অধিকার রেখেছো জমা কী এমন ছিল প্রয়োজন এসেছো চাইতে ক্ষমা ♪ তোমার দু'চোখে ধরা স্বপ্নকে আমি ঝড় হয়ে ভেঙে দেবো, ভেবো না তুমি তোমার দু'চোখে ধরা স্বপ্নকে আমি ঝড় হয়ে ভেঙে দেবো, ভেবো না তুমি তুমি সুখী হও, চিরসুখী হও হয়ে কারো প্রিয়তমা এসেছো চাইতে ক্ষমা কী এমন ছিল প্রয়োজন এসেছো চাইতে ক্ষমা ♪ ধূপের মতো যে আমি জ্বলবো নিজে যাক না চোখের আলো শ্রাবণে ভিজে ধূপের মতো যে আমি জ্বলবো নিজে যাক না চোখের আলো শ্রাবণে ভিজে ওই হাসিমুখ দেখলেই সুখ সেই সুখ থাক না জমা এসেছো চাইতে ক্ষমা কী এমন ছিল প্রয়োজন এসেছো চাইতে ক্ষমা ক্ষমা করবার কতটুকু অধিকার রেখেছো জমা কী এমন ছিল প্রয়োজন এসেছো চাইতে ক্ষমা