Polash - Ki Emon Chilo Proyojon lyrics
Artist:
Polash
album: Tumi Vule Jete Paro
ভালোবাসা কাঁদালো আমায়, কাঁদালো আমায়
ভালোবাসা কাঁদালো আমায়, কাঁদালো আমায়
আমাকে করেছে দুঃখী, সুখী তো করেছে তোমায়
ভালোবাসা কাঁদালো আমায়, কাঁদালো আমায়
♪
কোনো দোষ দেবো না আমি তোমাকে
পারো যদি আরো ভুলে যেও আমাকে
♪
কোনো দোষ দেবো না আমি তোমাকে
পারো যদি আরো ভুলে যেও আমাকে
তোমার স্মৃতির মেঘ চোখের কোণে
বিরহের বৃষ্টি জমায়, সুখী তো করেছে তোমায়
ভালোবাসা কাঁদালো আমায়, কাঁদালো আমায়
♪
কত রাত জেগেছি, কত জোছনা
কত কাছাকাছি ছিলাম সেই দু'জনা
♪
কত রাত জেগেছি, কত জোছনা
কত কাছাকাছি ছিলাম সেই দু'জনা
সে দিনগুলো আজ কোথায় গেলো
বলো না বন্ধু আমার, সুখী তো করেছে তোমায়
ভালোবাসা কাঁদালো আমায়, কাঁদালো আমায়
ভালোবাসা কাঁদালো আমায়, কাঁদালো আমায়
আমাকে করেছে দুঃখী, সুখী তো করেছে তোমায়
ভালোবাসা কাঁদালো আমায়, কাঁদালো আমায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist