Polash - Tomar Chokher Esharay lyrics
Artist:
Polash
album: Tumi Ar Ami
তোমার চোখের ইশারায়, তোমার মুখের কথায়
আমারে জ্বালাইয়া কোথায় যাও
তোমার চোখের ইশারায়, তোমার মুখের কথায়
আমারে জ্বালাইয়া কোথায় যাও
এত ডাকি তবু কেন ফিরে না তাকাও
এত ডাকি তবু কেন ফিরে না তাকাও
আমারে জ্বালাইয়া কোথায় যাও
তোমার চোখের ইশারায়, তোমার মুখের কথায়
আমারে জ্বালাইয়া কোথায় যাও
♪
তুমি নিজে আসিয়া আমায় ভালোবাসিয়া
এখন কেন চইলা যাইতে চাও
ও বন্ধু রে, এখন কেন চইলা যাইতে চাও
তুমি নিজে আসিয়া আমায় ভালোবাসিয়া
এখন কেন চইলা যাইতে চাও
ও বন্ধু রে, এখন কেন চইলা যাইতে চাও
মনে ছিল আশা, পাবো ভালোবাসা
মনে ছিল আশা, পাবো ভালবাসা
কথা না শোনো যদি, ভাইঙ্গা দিবো পাও
তোমার চোখের ইশারায়, তোমার মুখের কথায়
আমারে জ্বালাইয়া কোথায় যাও
♪
এখনো সময় আছে, এসো তুমি আমার কাছে
তুমি বাঁচো, আমারে বাঁচাও
ও বন্ধু রে, তুমি বাঁচো, আমারে বাঁচাও
এখনো সময় আছে, এসো তুমি আমার কাছে
তুমি বাঁচো, আমারে বাঁচাও
ও বন্ধু রে, তুমি বাঁচো, আমারে বাঁচাও
তোমার আমার হলে প্রেম
নেই তো কোনো problem
তোমার আমার হলে প্রেম
নেই তো কোনো problem
মনেরই আগুন এবার নিভাইয়া দাও
তোমার চোখের ইশারায়, তোমার মুখের কথায়
আমারে জ্বালাইয়া কোথায় যাও
তোমার চোখের ইশারায়, তোমার মুখের কথায়
আমারে জ্বালাইয়া কোথায় যাও
এত ডাকি তবু কেন ফিরে না তাকাও
এত ডাকি তবু কেন ফিরে না তাকাও
আমারে জ্বালাইয়া কোথায় যাও
তোমার চোখের ইশারায়, তোমার মুখের কথায়
আমারে জ্বালাইয়া কোথায় যাও
আমারে জ্বালাইয়া কোথায় যাও
আমারে জ্বালাইয়া কোথায় যাও
আমারে জ্বালাইয়া কোথায় যাও
আমারে জ্বালাইয়া কোথায় যাও
Поcмотреть все песни артиста
Other albums by the artist