আমার অভিযোগ থাকে গোছানো অবহেলায় কেন যে পুড়ে যাওয়া কাগজের মতো উড়ে উড়ে ভাসি? আমার অনুযোগ, সে তো রাতেরই বন্দি কত যে না বলা কথার ফাঁকে একা পড়ে থাকি আমি এই মন জানে সয়ে যাওয়ারই মানে কতটা কষ্ট পেয়ে আমি আবার তোমাকে চাই ভাবো এই রাত জানে জেগে থাকারই মানে কতটা একা হলে আমি আবার তোমাকে চাই ভাবো ♪ আমার মলিন কথা বলা অন্তহীন কাটে না ভোর আমার তোমার আলোয় জানো কি রেখেছি তোমার দেয়া কথাগুলো আগের মতন নেই আজ তুমি আগের মতো বদলে গেছ এই মন জানে সয়ে যাওয়ারই মানে কতটা কষ্ট পেয়ে আমি আবার তোমাকে চাই ভাবো এই রাত জানে জেগে থাকারই মানে কতটা একা হলে আমি আবার তোমাকে চাই ভাবো ♪ নেই আজ তুমি আগের মতো বদলে গেছ নেই আজ তুমি আগের মতো বদলে গেছ