বদ্ধ জানালার শার্সি আর পর্দার সরু ফাঁক দিয়ে একফালি ধুলোময় রোদ তার উপর এসে পড়ে আধো অন্ধকার ঘরে সে তখন রহস্যময় মূর্তি ঝলমলে রোদে যখন সে এসে দাঁড়ায়, সে অশরীরী বিকেলের রোদ যখন তার চোখে, সে তখন অধরা সন্ধ্যার বাতাস যখন তার লম্বা চুল উড়িয়ে নিয়ে যায় পূর্ণিমার চাঁদের একফালি আলো যখন তার উপরে মধ্যরাতে যখন চাঁদের আলোয় তার ছায়া পড়ে ♪ তখন সে মায়াবিনী রাত গড়ায়, দ্বিপ্রহর, তীপ্রহর, ভোর হয় নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত শরীরকে স্নান করায় তখন সে মায়াবিনী রাত গড়ায়, দ্বিপ্রহর, তীপ্রহর, ভোর হয় নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত শরীরকে স্নান করায় বিকেলের রোদ যখন তার চোখে, সে তখন অধরা সন্ধ্যার বাতাস যখন তার লম্বা চুল উড়িয়ে নিয়ে যায় পূর্ণিমার চাঁদের একফালি আলো যখন তার উপরে মধ্যরাতে যখন চাঁদের আলোয় তার ছায়া পড়ে মধ্যরাতে যখন চাঁদের আলোয় তার...