Kishore Kumar Hits

Miftah Zaman - Na Bola Kotha lyrics

Artist: Miftah Zaman

album: Shudhu Tomake


ও মুখটা তোমার দেখে একবার
যুদ্ধে যাওয়া যায়
ও চোখের ডাকে অপার সুখে
স্বর্গ ফেরানো যায়
ও মুখটা তোমার দেখে একবার
যুদ্ধে যাওয়া যায়
ও চোখের ডাকে অপার সুখে
স্বর্গ ফেরানো যায়
এ আমার না বলা কথা
হলোনা বলা শুধু যে তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়
ওই মুখের কোণে এক চিলতে হাসি
একবার দেখার আশায়
অনাদিকাল আড়াল থেকে
চেয়ে থাকা যায়
ওই মুখের কোণে এক চিলতে হাসি
একবার দেখার আশায়
অনাদিকাল আড়াল থেকে
চেয়ে থাকা যায়
এ আমার না বলা কথা
হলোনা বলা শুধু যে তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়
তুমি আমার হবে না
আমি ভাবতে পারি না
কখনো হারাতে চাইনা আমি তোমায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists