ভীষণ আঁধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
জানি মাঝরাতে পাবে পিপাসা তোমার
মাথার পাশে জল রেখো
পারবোনা ছুঁতে শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
♪
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে মুছে রেখো তুলে
তোমার কপালের যত কালো টিপ
জমিয়ে রেখেছি দেখো ডায়েরী খুলে
ধুলো পড়া উপহার সে 'গীতবিতান'
যতন করে মুছে রেখো তুলে
ছেড়োনা গানের চর্চা তুমি
পিয়ানোটা ভালো করে শেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
♪
কেউ না জানুক, শুধু আমিতো জানি
ওষুধটা খেতে ভুলে যাবে যে রাতে
চশমাটা মনে করে সাথেই রেখো
সাবধানে থেকো রাস্তা পেরোতে
মুছোনা চোখের কাঁজল তুমি
চুলগুলো বেণী করে রেখো
মেহেদী রাঙা সে হাতের ছোঁয়ায়
ফ্রেমে বাঁধা ছবিটাকে দেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
ভীষণ আঁধারে ঘুম আসেনা তোমার
বেলকনির আলো জ্বেলে রেখো
মন ভুলে দরজাটা খোলা আছে কিনা
একটু খেয়াল করে দেখো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
পারবোনা ছুঁতে, শুধু স্বপ্নে এসে
বলব তুমি ভালো থেকো
Поcмотреть все песни артиста
Other albums by the artist