Kishore Kumar Hits

Miftah Zaman - Iccher Golpo lyrics

Artist: Miftah Zaman

album: Adorer Shuktara


জানি তুমি নও আমার
তবু ভাবতে ভালো লাগে
তুমি নও কারো আর
শুধু যে আমার
জানি তুমি নও আমার
তবু ভাবতে ভালো লাগে
তুমি নও কারো আর
শুধু যে আমার
ভালবাসো আর নাইবা বাসো
তবু ভাবতে ভালো লাগে
তোমার মনের ওই চোরাকুঠুরি
শুধু যে আমার
চাইবো সুখের মেঘ বৃষ্টি হয়ে
সিক্ত করুক তোমাকে
তোমার চোখের নিচে কান্নার দাগ
মুছে যাবে শ্রাবণজলে
তবু জানতে ইচ্ছে হবে
তবু শুনতে ইচ্ছে হবে
আমায় কি কখনও মনে করেছিলে
একফোঁটা আঁখিজলে
শ্রাবণের সে অঝোর ধারায়
ভিজতে কি চাইতে
আমার এ হাতটি ধরে
বলবো প্রিয় চেনা মুখগুলো এঁকে
মুছে ফেলো আমাকে
স্বপ্নের মতো করে সাজাও তুমি
তোমার আপন পৃথিবীকে
তবু মন চাইবে জানতে
তবু মন চাইবে শুনতে
স্বপ্নজগতের সে দুয়ার ঠেলে
আসতে দেবে কি আমাকে
জীবনের কোনো চেনা পথের পানে তাকিয়ে একবারও কি খুঁজবে আমাকে?
জানি তুমি নও আমার
তবু ভাবতে ভালো লাগে
তুমি নও কারো আর
শুধু যে আমার
তুমি নও কারো আর
শুধু যে আমার...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists