পরদেশী মেঘ যাও রে ফিরে পরদেশী মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ... সে দেশে যবে বাদল ঝরে সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে বিরহ-ব্যাথা নাহি কি সেথা বিরহ-ব্যাথা নাহি কি সেথা বাজে না বাঁশী নদীর তীরে পরদেশী মেঘ যাও রে ফিরে পরদেশী মেঘ... বাদল রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া? ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ জাগে না সেথা কি প্রাণে কোন সাধ? দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে পরদেশী মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ...