খুব রাতেও আসে না ঘুম স্তব্ধ সময় খুব নিঝুম অনেক ভোরে তোর আদরে নীল রং থাক খুব দূরে চল না আজ হারিয়ে যাবো এবার অজানা কোনো নিরুদ্দেশে চাঁদের আলো আর ঝিঁঝিঁর আত্মস্বর সঙ্গী হবি কি অবেশেষে? আমি পাহাড় সমুদ্র পেরিয়ে এসেছি তোর ছোঁয়া পেতে দিগন্ত ছাড়িয়ে নিয়ে যাবো ওই পাহাড় সমুদ্র পেরিয়ে এসেছি তোর ছোঁয়া পেতে দিগন্ত ছাড়িয়ে নিয়ে যাবো দূরে কোথাও, দূরে কোথাও দূরে কোথাও, দূরে কোথাও ♪ হাতছানি দিয়ে দেখো আজ ডাকছি ওই ইশারা তবু ভালোবাসার পাচ্ছি কই? এই তো সময়, দূরত্ব মুছে যাক মান-অভিমান, লজ্জা-রাগ, সব ঘুচে যাক ওই পাহাড় সমুদ্র পেরিয়ে এসেছি তোর ছোঁয়া পেতে দিগন্ত ছাড়িয়ে নিয়ে যাবো ওই পাহাড় সমুদ্র পেরিয়ে এসেছি তোর ছোঁয়া পেতে দিগন্ত ছাড়িয়ে নিয়ে যাবো দূরে কোথাও, দূরে কোথাও দূরে কোথাও, দূরে কোথাও