Kishore Kumar Hits

Rupak Tiary - Bhalobashi Tai lyrics

Artist: Rupak Tiary

album: Cheene Baadaam


কেন তোর চোখে হারাচ্ছি মন
আমি সত্যি কথা বলছি শোন
কেন তোরই নামে কেটে যায় দিন আমার
তুই সাদা কালো রঙ মিলে
কী ছবি আঁকিস খেয়ালে
আমি সুযোগ খুঁজি সেই রঙে হারাবার
তোর কল্পনাতে আমি সঙ্গী হতে চাই
যদি এমনই করে পাশেতে দাঁড়াই
তোকে যত্নে লিখে যাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
মেঘ রোদ্দুরে সাজাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
তোকে যত্নে লিখে যাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
মেঘ রোদ্দুরে সাজাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই

কিছু উড়ো চিঠি আনমনে
তোর নীলচে খামের সন্ধানে
রোজ দাঁড়ি-কমায় ঢেউ গোনে এখনো
আমি এর বেশি যা ভাবছি তাই
আয় গিটারে তোকে শোনাই
কিছু অনুভূতি আবেগে মাখানো
সন্ধ্যে হয়ে কাছে নেমে আয়
ও, বন্দী করে রেখে দে আমায়
তোকে যত্নে লিখে যাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
মেঘ রোদ্দুরে সাজাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
ও, তোকে যত্নে লিখে যাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
মেঘ রোদ্দুরে সাজাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই

তুই আর কিছুক্ষণ সঙ্গে থাক
শোন এইটুকু তো কথা রাখ
বল ছেড়ে আমায় যাবি না কখনো
আমি মনকে বোঝাই, মানে না
কেন তোকে ছাড়া জানে না
তোরই আশায় দিন গোনে এখনো
আবদারে কে জড়িয়ে আমায়
কল্পনাতে বেঁধে নিতে চাই
তোকে প্রেমেরই দোহাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
তোর স্রোতে ভেসে যাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
তোকে প্রেমেরই দোহাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই
তোর স্রোতে ভেসে যাই
ভালোবাসি তাই, ভালোবাসি তাই

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists