... আমার কাছে যা সত্যি মনে হয় তা মুখে বলতে কিসের সংশয় হতে পারে এ সত্যি শুধু আমার নয় কোটি হৃদয় ঘুরে ফিরে পৃথিবীময় ... আমার কাছে যা সত্যি মনে হয় তা মুখে বলতে কিসের সংশয় হতে পারে এ সত্যি শুধু আমার নয় কোটি প্রানে ঘুরে ফিরে পৃথিবীময় না্, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না যদি স্কুল টিচারটা বন্ধু হত হোমওয়ার্ক একটু কম কম দিত করতে হত না কিছুই মুখস্ত স্কুলজীবনে কিছু শেখা হত। যা হতে চেয়েছ তা হয়েছ কি? না কি সমাজের চাপে হতেই পারনি মনে যার রংতুলি, পান্জাবি বাইরে সে স্যুট পরা কর্মচারী না্, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না না্, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না ... যদি নেতাগুলো একটু ভাল হত যা মুখে বলত, করে দেখাত তবে দেশটা স্বর্গে পরিণত না হলেও কাছাকাছি যেত না ... না . আ-আ-আ ঘুষ খাওয়া আজ অনুমোদিত কিছুদিনে হবে কালচারে পরিণত সৎ মানুষের আজ মাথা নত অনেক তো হল বল আর কত! অর্থই নাকি অনর্থের মূল আমি বুঝে গেছি এ কথা একদম ভুল অর্থেরে জোরে ধর্ম-কুল অর্থের জোরে বাচ্চাদের স্কুল না্, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না না, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না ... মহাজগতে কোটি কোটি তারা চারিদিকে কোটি গ্রহে ভরা এর মাঝে পৃথিবী আর আমরা দেখ কত ক্ষুদ্র লোভ লালসা আজ তুমি আছ হবে কাল বিগত এ কথা ভুলে ভাব কী পেয়েছ কত ভালবাসা দাওনি আগের মত শান্তির আশাতে সব যুদ্ধরত না্, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না না্, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না না্, এভাবে না, হতে পারে না তুমি, আমি আমরা হতে দেব না ...