এখানে এভাবে দুজনে কীভাবে দেখা হয়ে যাবে বুঝিনি তো আগে তোমার সাথে দেখা হয়ে যাবে বন্ধু ভেবোনা হয়তো আশে পাশেই সে আছে একটু খোঁজো না যাকে যখন-তখন যা ইচ্ছে তা যেভাবে খুশি বলা যায় যে দুঃখে-বিপদে প্রথমেই তোমাকে বলে আমি নিরুপায় যে বন্ধুদের ভীড়ে কী খবর কি রে বলেই খোঁজে তোমায় তোমার একটু না বলাতেই কষ্ট যার বেড়ে যায় সে হতে পারে যদি হয়, জড়িয়ে ধরো তারে তোমার সাথে দেখা হয়ে যাবে বন্ধু ভেবোনা হয়তো আশে পাশেই সে আছে একটু খোঁজো না একে ভালো লাগে তো আরো কে ভালো লাগে না চুপচাপ থাকা ভালো নাকি ভালো কথা বলা মনে তুমি এমন দোটানা রেখোনা তাই তো বলি একটু খুঁজে খুঁজে দেখোনা সে হতে পারে যদি হয়, জড়িয়ে ধরো তারে তোমার সাথে দেখা হয়ে যাবে বন্ধু ভেবোনা হয়তো আশে পাশেই সে আছে একটু খোঁজো না