মনের নদীতে তোমার ছায়া দেখে লেগেছে কী যে মায়া চাঁদের মতো মুখটি তোমার তারার তুলিতে আঁকা মনের নদীতে তোমার ছায়া দেখে লেগেছে কী যে মায়া চাঁদের মতো মুখটি তোমার তারার তুলিতে আঁকা আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? ♪ তোমার মাঝে ঘুমাই আমি তোমাকে ভেবে জাগি জানো কি তুমি কতটা আমি হয়েছি তোমার অনুরাগী? তোমার মাঝে ঘুমাই আমি তোমাকে ভেবে জাগি জানো কি তুমি কতটা আমি হয়েছি তোমার অনুরাগী? আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? ♪ সুখের প্রদীপ, বন্ধু, তুমি জ্বালাও বুকে প্রতিদিন তোমাকে ছাড়া আমার জীবন কী করে হয় বলো রঙিন সুখের প্রদীপ জ্বালাও তুমি আমার বুকে প্রতিদিন তোমাকে ছাড়া আমার জীবন কী করে হয় বলো রঙিন আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? মনের নদীতে তোমার ছায়া দেখে লেগেছে কী যে মায়া চাঁদের মতো মুখটি তোমার তারার তুলিতে আঁকা মনের নদীতে তোমার ছায়া দেখে লেগেছে কী যে মায়া চাঁদের মতো মুখটি তোমার তারার তুলিতে আঁকা আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা? আগে কেন হয়নি দেখা?