Kishore Kumar Hits

HIGHWAY - Obosthan lyrics

Artist: HIGHWAY

album: Obosthan


তুমি cycle চালানো শিখবে তাই
আমি আজও cycle-এ ঘুরে বেড়াই
শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না
তুমি কবিতাগুলো পড়বে তাই
আমি আজও রাত জেগে ছন্দ সাজাই
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না
আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই
ব্যাগে আজও রাখি physics বই
শুধু তুমি নেই তাই বইটা খুলি না
তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে
আমি cigarette আজও লুকিয়ে শুধু
এখনতো কেউ বারণ আর করে না
তুমি এত সহজেই ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেন শুধু ভুলে যেতে পারি না?
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে
এত ভালো অভিনয় কেন জানি না?

তুমি চশমাটা খুলে রাখবে তাই
আমি আজও ভুল করে পেছনে তাকাই
শুধু কালো ঐ চোখ দু'টো দেখি না
আমি আজও আনমনে হারিয়ে যাই
তাই ভুল করে এই হাতটা বাড়াই
শুধু তোমার কোমল ছোঁয়া মেলেনা
তুমি লিখবে আমায় এই ভেবে
আমি আজও করি অপেক্ষা তবে
অপেক্ষার শেষ কবে জানি না
তুমি ভাবো না আজ আমায় নিয়ে
আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু
নতুন করে স্বপ্ন দেখিনা
তুমি এত সহজেই ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেন শুধু ভুলে যেতে পারি না?
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে
এত ভালো অভিনয় কেন জানি না?
তুমি এত সহজেই ভুলতে পারো
আমি কেন শুধু ভুলে যেতে পারি না?
অচেনা তুমি কীভাবে
করো চেনা ওই মুখটাকে?
অবাক লাগে কী বিবেক তোমার

তুমি ভাবো না আজ আমায় নিয়ে
আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু
নতুন করে-

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists