Kishore Kumar Hits

Aftermath - Utshorgo lyrics

Artist: Aftermath

album: JED


জানি সর্বনাশী কোন ঝড়ের চিহ্ন
সে তো নীরবতার প্রতিবিম্ব
অবাধে তোলপাড় করে তোলে
কেনো আগ্রাসন লাগাম ছিড়ে শীর্ণ
শুধু কবিতায় অবতীর্ণ
স্বার্থের খুঁটি গেড়ে

দেখি নিভু চোখে তাকিয়ে
মায়ার বাঁধন ছিড়ে
ফিরে যাই স্বপ্ননীড়ে
মুগ্ধতায় মোহনীয় আলোর মাধুর্য
আধোনীল রঙের দিগন্ত
জীবনের মাঝলগ্নে
স্বরলিপি আর সুরের মালা গড়ে
অমরত্ব ছোঁয়ার কোন এক মোহে
ভাগ্যের শেকড় ছিড়ে কাঁদে
আমার অদম্য উন্মাদ হাহাকার...

আমি দু'হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা
বন্ধ দরজা নয় খোলা জানালা
নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়
আমি শিল্পী নয় হতে চাই জাদুকর
সুরের মুর্ছনায় কাটাবো প্রহর
স্বপ্ন দেখা কি এত ভুল?

কী ভীষন অভিমানের ক্ষণ
হাসিমুখে করেছি বরণ
অভিশপ্ত এ জীবন
মৌনতায় নিস্তব্ধ আঁধারে
হতাশা ঘেরা পাহাড়ে
আমি যাই হারিয়ে
ধূলোজমা নিয়ন স্বপ্নগুলো একে একে
সবই তো ঝড়ে পরে
কিসের নেশা আমায় ভাঙ্গে চূর্ণ বিচূর্ন করে বার বার?...
আমি সৃষ্টি ক্ষুধায় জ্বলে পুড়ে ছারখার
নেই সাহস আমার পথ পেরোবার
কি করে তোমার গর্ব হব মা?
মাগো অঝর বর্ষায়
মিশে যাবো তোমার চোখের নোনা বৃষ্টিতে
অভিমান হয়ে
ভেবো আমি পাশেই আছি তোমার

বলো কি করে বেঁচে থাকব?
আমার মনের ভেতরটা মরে গেছে
কত রাত ধরে ঘুমাই নি...
বিদ্রোহী রণসঙ্গীত বাজে
আমার গীটারের তাঁরে

মরে যাওয়া মনুষ্যত্ব থেকে
প্রতিরোধ ওঠে জেগে

দেখি শিয়রে দাঁড়িয়ে কে কড়া নাড়ে
মৃত্যুর দুয়ার খুলে গেছে
সময় হলো হিসেব মেলাবার
আমি দু'হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা
বন্ধ দরজা নয় খোলা জানালা
নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়
মাগো অঝর বর্ষায়
মিশে যাব তোমার চোখের নোনা বৃষ্টিতে
অভিমান হয়ে
ভেবো আমি পাশেই আছি তোমার

আমি ভোরের আলোয়
চোখ মেলতে ভয় পাই
ভেজা মাটির গন্ধ নিতে ভুলে যাই
অনুভূতিগুলো যাচ্ছে মরে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists