উড়ে যাওয়া পাখির চোখে কাজল মুছে গেছে অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে তোমরা কি তারে বোঝাবা না? উড়ে যাওয়া পাখির চোখে কাজল মুছে গেছে অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে তোমরা কি তারে বোঝাবা না? এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কীভাবে দাঁড়াবে কালবৈশাখেে এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কীভাবে দাঁড়াবে কালবৈশাখে ♪ এখনো বাকি আছে বোঝাপড়া জীবনের পুরনো দিনের খাতায় বিপর্যস্ত কবিতা নিভে গেলে দিপ্ত শিখা আচমকা বাতাসে জ্বালাবে-জ্বালাবে আলো কথা দিয়েছিলে নিজে এখনো বাকি আছে সমঝোতা মরণে হারানো দিনের মানুষ বিপন্ন অতীতে নিভে গেলে দিপ্ত শিখা আচমকা বাতাসে জ্বালাবে-জ্বালাবে আলো কথা দিয়েছিলে নিজে ♪ এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কীভাবে দাঁড়াবে কালবৈশাখে এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে কীভাবে দাঁড়াবে কালবৈশাখে