Kishore Kumar Hits

Mohiner Ghoraguli - Ajaana Uranta Bastu lyrics

Artist: Mohiner Ghoraguli

album: Best Of Mohiner Ghoraguli


আধো-আলো-আঁধারির
কোনো এক নগরের
মেসঘরে থাকি চারজন
ট্রাম-লরি-টেম্পোরা
শব্দের আলপনা
দিয়ে ঘিরে রাখে সারাক্ষণ
রাত কিবা কিবা দিন
ঘেমো ঘরে আলোহীন
ভৌতিক কেরানিরা রই
আবছায়ে নড়িচড়ি
থুতনিতে রুখু দাঁড়ি
এই কোলাহলে নিরজন
অজানা ইথার শরীর
শুধুই দেওয়াল জুড়ে
কাটে সারাদিন
সময়ের কঠিন করাত
নিশাচর ইঁদুরেরা
ছিঁড়ে চলে দিনভরা
রোদহীন ছায়ার বনাত
তবু সব শনিবারে
তারা সব আসে ফিরে
ছাতে উঠে যায় চারজন
TV-র antenna
যেন বা মাছের কাঁটা
বেড়ালের তরে আয়োজন
শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে
ভিনগ্রহী flying saucer
শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে
ভিনগ্রহী flying saucer
জেনো সব কেরানিরা
এইভাবে ঘোরে তারা
পড়ে থাকে যত officer
জেনো সব কেরানিরা
এইভাবে ঘোরে তারা
পড়ে থাকে যত

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists