Anupam Roy - Shorir Bhalo Nei (From "Ardhangini") lyrics
Artist:
Anupam Roy
album: Shorir Bhalo Nei (From "Ardhangini")
শরীর ভালো নেই আমার, সারাদিন ওষুধ খাচ্ছি ঘরে বসে
ভাবছি গান আর চাইছি তোমায় দেখতে
কোথাও যেতে পারছি না, সারাদিন ঘরে বন্দি
বিছানাতে শুয়ে পাল্টাই filter Instagram-এর
মেঘলা দিনের মন খারাপের পর্দা টেনে শুই
চোখে আলো না লাগে, যদি একটু কমে জ্বর
চোখে আলো না লাগে, মন্ত্রে পাঠাই গুপ্তচর
আলো না লাগে, নদী কোন সাগরে যায়?
চোখে আলো না লাগে, বোকা thermometer জানতে চায়
♪
শরীর ভালো নেই আমার, antibiotic, অন্ধকার
সাদা capsule-ই তাই গিলছি শুধু দিনরাত
নিয়ম মেনে কার কী হয়? মুছে ফেলে এ সংশয়
পাঠাচ্ছি message, কেমন আছো বলো
মেঘলা দিনের মন খারাপের পর্দা টেনে শুই
চোখে আলো না লাগে, যদি একটু কমে জ্বর
চোখে আলো না লাগে, মন্ত্রে পাঠাই গুপ্তচর
আলো না লাগে, নদী কোন সাগরে যায়?
চোখে আলো না লাগে, বোকা thermometer জানতে চায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist