Anupam Roy - Ichchhedana _(From"By Cycle Kick") lyrics
Artist:
Anupam Roy
album: Anupam Roy Hits
ইচ্ছে ডানায় ভর করেছে পক্ষী রাজ
ঝাপসা শহর তোমায় দেখে লাজবাব
ইচ্ছে ডানায় ভর করেছে পক্ষীরাজ
ঝাপসা শহর তোমায় দেখে লাজবাব
আমার কাছে ইচ্ছেগুলো জলকামার
মরনারে তুমহমম শ্যম সময়
ইচ্ছে ডানায় ভর করেছে পক্ষীরাজ
♪
কিছু ধুলো বালি ইট concrete এক আকাশ
বাতাসে তোমার গায়ের গন্ধ বরফ মাস
কিছু ধুলো বালি ইট concrete এক আকাশ
বাতাসে তোমার গায়ের গন্ধ বরফ মাস
ফাঁকা পথ ঘাট কিছু coffee cup অভিমান
মরনারে তুমহমম শ্যম সময়
♪
তোর এল চুলে বান ডাক দিলে
ছুটে দল ছুট
তোর এক হাসি যেন বান ভাসি
আমি কাল কূট
তোর এল চুলে বান ডাক দিলে
ছুটে দল ছুট
তোর এক হাসি যেন বান ভাসি
আমি কাল কূট
কিছু চুপ কথা মিছে রূপকথা
পাচ্ছে কায়
মরনারে তুমহমম শ্যম সময়
ইচ্ছে ডানায় ভর করেছে পক্ষীরাজ
ঝাপসা শহর তোমায় দেখে লাজবাব
আমার কাছে ইচ্ছেগুলো জলকামার
মরনারে তুমহমম শ্যম সময়
লা লা লা লা
লা লা লা লা লা, লা লা লা
লা লা লা লা
লা লা লা লা লা, লা লা লা
লা লা লা লা লা, লা লা লা
লা লা লা লা লা, লা লা লা লা লা লা
হু
Поcмотреть все песни артиста
Other albums by the artist