Kishore Kumar Hits

Sahana Bajpaie - Bone Jodi Phutlo Kusum lyrics

Artist: Sahana Bajpaie

album: Live From Hindusthan - Bone Jodi Phutlo Kusum


বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
কোন সুদূরের আকাশ হতে আনব
আনব তারে ডাকি
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম

হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো
এমন মধুর গানের বেলায় সেই
সেই শুধু রয় বাকি
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম

উদাস-করা, হৃদয়-হরা
না জানি কোন ডাকে
সাগর-পারের বনের ধারে
কে ভুলালো তাকে
উদাস-করা, হৃদয়-হরা
না জানি কোন ডাকে
সাগর-পারের বনের ধারে
কে ভুলালো তাকে
আমার হেথায় ফাগুন বৃথায়
বারে বারে ডাকে যে তায় গো
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন
কেন সে দেয় ফাঁকি
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি
বনে যদি ফুটল কুসুম

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists