আমার টলটলে হৃদয় আমি রেখে দিলাম বারান্দার ধারে যাতে কাক এসে ঠুকরে যায় বারে বারে বারে আমার টলটলে হৃদয় আমি রেখে দিলাম বারান্দার ধারে যাতে কাক এসে ঠুকরে যায় বারে বারে বারে বারে বারে ♪ যাতে পিঁপড়ে তার এঁটো পায়ে হাঁটে যাতে নেড়ি কুকুর ল্যাংটো জিভে চাটে যাতে পিঁপড়ে তার এঁটো পায়ে হাঁটে যাতে নেড়ি কুকুর ল্যাংটো জিভে চাটে যাতে মা বেড়াল টুঁটি গেঁথে নিয়ে যেতে পারে আমার টলটলে হৃদয় আমি ছুড়ে দিলাম পাঁচ পাঁচিলের ধারে ♪ যাতে পাড়ার বৌদি ওয়াক তুলে আঁচল চাপে নাকে যাতে চিমড়ে loafer boot-এর তলায় রাখে যাতে চোর বদনাম পাওয়া ছেলে জোর লাথাতে পারে আমার টলটলে হৃদয় আমার পিত্তির ফোঁটা আমার ষাঁড়ের নাদী আমার ফোঁড়ার বোঁটা আমি রেখে দিলাম বারান্দার ধারে যাতে কাক এসে ঠুকরে যায় বারে বারে বারে বারে বারে ♪ আমার তেলতেলে হৃদয় আমি গোল্লা পাকাই wood bench-এর নিচে ন্যাতন্যাতে হৃদয় ঝাড়ি ভীড় বাসে পাশের কাঁথা stitch-এ হলক হলক হৃদয় ধরি খড়খড়ে ছ্যাতলা রুমাল মুড়ে গন্ধ হৃদয় ঝেড়ে আসি পায়চারির ভান করে দূরে আমার গ্যদগ্যাদে হৃদয় আমার ফুঁপিয়ে ওঠা গাছ আমার মিথ্যুক ভিখিরি আমার পেছন তোলা নাচ আমি রেখে দিলাম বারান্দার ধরে যাতে কাক এসে ঠুকরে যায় এঁটো ঠোঁটে ঠুকরে যায় ল্যাংটো ঠোঁটে ঠুকরে যায় বারে বারে বারে