Kishore Kumar Hits

Chandrabindoo - Tatin lyrics

Artist: Chandrabindoo

album: Dekhbi Jolbi Fulbi


স্তালিন ছিল ধূর্ত, ছটা ডামি নিয়ে ঘুরত
গুলি খেয়ে গেল ফিওদর অল্ড্রিনোভস্কি
চিলির বাঁদর কামড়ায়
নীতিগতভাবে চামড়ায়
সেদিক দেখলে বংশধরদের দোষ কী?
ডারউইন বলে, "Chromosome এর ওপর"
"কাজ করে যায় 2H2SO4"
সবই তো বুঝলাম
জ্ঞানের হেনতেন, কিন্তু...
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
সবই তো বুঝলাম
জ্ঞানের হেনতেন
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
1962
আমি কিউবায় থিতু
চে গুয়েভারা বলিভিয়া গেল দিন পঁচ্চিশ
আমি বললাম, "ভাই চে"
"এত মেয়ে জলে নাইছে"
"প্রেমটাকে কেন বিপ্লবে displace কচ্চিস?"
ফ্লয়েড বলল, "যাহা মোষ তাই भईसा"
"সব শেষ মেষ অয়ডিপাউস দূর হইস্যা"
সবই তো বুঝলাম
জ্ঞানের হেনতেন, কিন্তু
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
সবই তো বুঝলাম
জ্ঞানের হেনতেন
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
নবজলধরপটল থাকতে "তাতিন" হল কেন?
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
ওয়াংচু দ্রিঘাংচু থাকতে "তাতিন" হল কেন?
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?

নীল আর্মস্ট্রং বুদ্ধু
পুঁতে দিলো flag শুদ্ধু
আরে, চাঁদ তোর খোদার খাসি না রেয়াজি
অ্যান্ড্রোমিডা'র north-এ
Black-hole নিঃশর্তে
গিলে খাচ্ছে অতিবেগুনী আর পেঁয়াজি
আইনস্টাইন বলে, "গেলন, খ্যাটন, আচ্ছাড়"
"Galaxy-ময় canine teeth এর structure"
সবই তো বুঝলাম
জ্ঞানের হেনতেন, কিন্তু
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
সবই তো বুঝলাম
জ্ঞানের হেনতেন
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
রজনীপাম দত্ত থাকতে "তাতিন" হল কেন?
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
বিতকবি কংস থাকতে "তাতিন" হল কেন?
তা একটা "দুই" থাকতে, তা "তিন" হল কেন?
সতীন কিংবা পুতিন থাকতে "তাতিন" হল কেন?
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?
তাতিন, তোমার নামটা "তাতিন" হল কেন?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists