কোথায় পাবো তোকে? ভীড়েরই আড়ালে;
কোথায় খুঁজি তোকে? নিজেই হারালে!
আবার দেখি ফিরে, কার পিছু ডাকে,
শহরতলী আঁকে, আকাশের রেখাকে।
দেশলাই খোপ সারি সারি, সন্ধ্যেরা এক কোণে তার-ই;
দেশলাই খোপ সারি সারি, সন্ধ্যেরা এক কোণে তার-ই;
আকাশ প্রদীপ জ্বেলে যাবে-
শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
উ... হু... হুম... উহুম...
কোথায় পোড়ো খড়ে, রাঙচিতে বেড়া,
হলুদ আলো ভূমে, আন-বাড়িফেরা।
স্টেশন পথ পাড়ি, হাওয়া সাইকেলে
তখন তুমি একা, দাঁড়িয়ে বিকেলে।
জানবেনা অবরে সবরে, গল্পেরা বাতিল কবরে;
জানবেনা অবরে সবরে, গল্পেরা বাতিল কবরে;
বুনোফুল হয়ে ফুটে যাবে-
শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
কথায় কথা কাটে, না রাখা শপথে
তোমার তারা রাখা, আবছায়া পথে।
কাজললতা কালো, বাসা বেঁধে থাকে
কী সুখে যে কাঁদো, লুকিয়ে আমাকে!
কাঁদবেনা লক্ষ্মীটি শোনো, আমি মরে যাইনি এখনো;
কাঁদবেনা লক্ষ্মীটি শোনো, আমি মরে যাইনি এখনো;
গান বাঁধি পুরনো স্বভাবে-
(ও) শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
শুধু তুমি ঘুমিয়ে পড়োনা যেনো, শুধু তুমি ঘুমিয়ে পড়োনা প্লিজ
Поcмотреть все песни артиста