Kishore Kumar Hits

Chandrabindoo - Keu Bhalobeshe lyrics

Artist: Chandrabindoo

album: Ebhabeo Phire Asha Jaye


কেউ ভালোবেসে পায় টায়রা ও টিকলি
কেউ প্রেম পেয়ে বলে, "কোত্থেকে শিখলি?"
কেউ ভালোবেসে খুশে দেয় ঠুসে আলপিন
আমি সব ভালোবাসা ভুলে বড় হব একদিন
জানি না, জানি না
কোন স্কেলে গাইছে কোকিল
গুনি না, গুনি না
কার গালে ক'টা আছে তিল
জানি না, জানি না
কোন স্কেলে গাইছে কোকিল
গুনি না, গুনি না
কার গালে ক'টা আছে তিল
শৈশবে ভালো লাগে ক্যারাম ডাঙ্গুলি
কৈশোরে চেপে ধরে সুনীল গাঙ্গুলি
সুচিত্রা কেঁদে মরে, উত্তম হেসে যায়
আর প্রেমরসে ডুবুডুবু সুতানুটি ভেসে যায়
জানি না, জানি না
কোন সুখে হাসে পোড়া দেশ
দেশ গড়বই, গড়বই
কম্পিটিশন সাকসেস
জানি না, জানি না
কোন সুখে হাসে পোড়া দেশ
দেশ গড়বই, গড়বই
কম্পিটিশন সাকসেস
আছেন বাৎস্যায়ন আর খাজুরাহো
ভাদ্র মাসের বেয়াড়া উৎসাহ
নন্দন নলবন ঝিলমিল বারবার
আর সপ্তাহে একদিন ডায়মন্ড হারবার
ভালো না, ভালো না (ভালো না)
বলেছেন শাক্যমুনি
ভালো হই, ভালো হই (ভালো হই)
বড়দা'র বাতেলা শুনি
ভালো না, ভালো না (ভালো না)
বলেছেন শাক্যমুনি
চলো ভালো হই, ভালো হই (ভালো হই)
বড়দা'র বাতেলা শুনি
কেউ ভালোবেসে হয় রাত্তিরে জাঁদরেল
কেউ সোজা পৌঁছোয় মেট্রোর থার্ডরেল
কেউ ভালোবেসে যায় হাওড়া বা শালকে
আমি সব ভালোবাসা ভুলে বড় হব কালকে
আজ না, আজ না (আজ না)
আজকে তো দারুণ হাওয়া
হাসবে, আসবে (আসবে)
হাত ধরে বেড়াতে যাওয়া
কালকে, কালকে (কালকে)
সকলি ভাসাবো গঙ্গায়
দেখো, প্রেম না নিয়েও (দেখো, না নিয়েও)
কি দারুণ গান লেখা যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists