প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে scene-টা প্রথম কলেজের দিনটা আজও ঠিক মনে পড়ে scene-টা দাদা-দিদি হাত ধরে, সিঁড়িতেই বসে পড়ে দাদা-দিদি হাত ধরে, সিঁড়িতেই বসে পড়ে আমার চোখটা ঘোরে বনবন বনবন Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) ফাঁকা নাকি? ফাঁকা নাকি? আছো তুমি ফাঁকা নাকি? ডাকাডাকি করে আজও canteen-টা ফাঁকা নাকি? ফাঁকা নাকি? আছো তুমি ফাঁকা নাকি? ডাকাডাকি করে আজও canteen-টা ঢোক গিলে চলে গেল প্রথম মাস মেয়ে দেখলেই ওঠে নাভিশ্বাস ঢোক গিলে চলে গেল প্রথম মাস মেয়ে দেখলেই ফেলি দীর্ঘশ্বাস মেয়েরা ভীষণ smart, পড়ে ছোট্ট miniskirt মেয়েরা ভীষণ smart, পড়ে ছোট্ট miniskirt আমারই যে শীত করে, কনকন কনকন Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) ♪ তারপরে কেটে গেল মাস চার Fuse হলো যে কত future তারপরে কেটে গেল মাস চার Fuse হলো যে কত future বন্ধুরা purse খুলে একে ওকে তাকে তোলে বন্ধুরা purse খুলে একে ওকে তাকে তোলে আমার প্রাণটা করে চনমন চনমন Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) ফাঁকা নাকি? ফাঁকা নাকি? আছো তুমি ফাঁকা নাকি? পাকাপাকি হবে দেখা canteen-টায় ফাঁকা নাকি? ফাঁকা নাকি? আছো তুমি ফাঁকা নাকি? পাকাপাকি হবে দেখা canteen-টায় একদিন lawn থেকে বেরিয়ে এক তনয়ার দিকে তাকিয়ে একদিন lawn থেকে বেরিয়ে এক তনয়ার দিকে তাকিয়ে হট করে কি যে হলো, মগজটা ঘুরে গেল হট করে কি যে হলো, মগজটা ঘুরে গেল তার কানের সামনে করি ঘ্যানঘ্যান ঘ্যানঘ্যান Sweetheart (sweetheart) I'm really alone (I'm really alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) Sweetheart (sweetheart) I'm really alone (I'm really alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) ♪ তারপরে ক্লাস হতো হেদুয়ায় আমিনিয়া কিম্বা চাঙ্গুয়ায় তারপরে ক্লাস হতো হেদুয়ায় আমিনিয়া কিম্বা চাঙ্গুয়ায় একদিন কাকে দেখে আমাকে side-এ রেখে একদিন কাকে দেখে আমাকে side-এ রেখে সজোরে সে হাঁটা দিলো হনহন হনহন Sweetheart (sweetheart) I'm walking alone (I'm walking alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) Sweetheart (sweetheart) I'm walking alone (I'm walking alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) বোকা নাকি? বোকা নাকি? তুমি কচি খোকা নাকি? হাসাহাসি করে দেখো canteen-টা বোকা নাকি? বোকা নাকি? তুমি কচি খোকা নাকি? হাসাহাসি করে দেখো canteen-টা কাটিয়ে গোটা পাঁচ weekend সাথে নিয়ে এলো এক boyfriend কাটিয়ে গোটা পাঁচ weekend সাথে নিয়ে এলো এক boyfriend বলে এ আমার কেউ নয়, পিসতুতো ভাই হয় এ আমার কেউ নয়, পিসতুতো ভাই হয় শুনে তাই মাথা ঘোরে বনবন বনবন Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) Sweetheart (sweetheart) I am sitting alone (I am sitting alone) Sweetheart (sweetheart) For me there is none (for me there is none) For me there is none (for me there is none) For me there is none (for me there is none)