আমি আমার মন, দিব্যি সিংহাসন
আমি আমার মন, দিব্যি সিংহাসন
হরিণ মেরে আসছি ফিরে, স্কন্ধে machine gun
আমরা পক্ষীরাজে উড়বো, আমরা খেলবো গরিব-গুর্বো
আমরা মুণ্ডু কেটে জুড়বো বেমানান
আমরা পক্ষীরাজে উড়বো, আমরা খেলবো গরিব-গুর্বো
আমরা মুণ্ডু কেটে জুড়বো বেমানান
বাইরে হয়তো টুকরো কাঁচে ঠিকরে আছে দিন
চাঁদের বুড়ি কাঁচুলি-বিহীন
ঘাসের গায়ে ঘাস পুড়ে যায়, চোখটা কালো যেই
আমরা নেই, আমরা নেই, আমরা নেই
আমরা সাপ্টে খেলছি পাত্তি, আমরা মাংস-মদে সাত্ত্বিক
আমরা অংশ জুড়ে রাত্তিরে বানাই
আমরা সাপ্টে খেলছি পাত্তি, আমরা মাংস-মদে সাত্ত্বিক
আমরা অংশ জুড়ে রাত্তিরে বানাই
আমি, আমার মন - ছোট্ট সংগঠন
আমি, আমার মন - ছোট্ট সংগঠন
সং এর গঠন, pure cotton পদ্মপত্রে ঘাম
আমরা কষ্ট সামলে কেষ্ট, আমরা পাতলা manifesto
আমরা পয়সা বুঝলে guest-ও রাখছিলাম
আমরা কষ্ট সামলে কেষ্ট, আমরা পাতলা manifesto
আমরা পয়সা বুঝলে guest-ও রাখছিলাম
♪
বাইরে হয়তো শার্সি ছুঁয়ে গুমরে আছে রাত
কালচে আলো খুলেছে বরাত
গাছের বুকে কলজে আঁকা জল সয়েছে যেই
আমরা নেই, আমরা নেই, আমরা নেই
আমরা খাচ্ছি প্রেমের ঘণ্ট, আমরা দুঃখ ফুঁয়ে লণ্ঠন
আমরা কেন্দ্র-রাজ্য বণ্টন খুব শানাই
আমরা খাচ্ছি প্রেমের ঘণ্ট, আমরা দুঃখ ফুঁয়ে লণ্ঠন
আমরা কেন্দ্র-রাজ্য বণ্টন খুব শানাই
আমি, আমার মন - স্বেচ্ছা সম্মোহন
আমি, আমার মন - স্বেচ্ছা সম্মোহন
এ-ওর কান্না করছি রান্না, চড়ছি submarine
আমরা বস্ত্রহরণ ফন্দী, আমরা দুষ্ট হারেম বন্দী
আমরা কমতি পড়লে loan দিই জন্মদিন
আমরা বস্ত্রহরণ ফন্দী, আমরা দুষ্ট হারেম বন্দী
আমরা কমতি পড়লে loan দিই জন্মদিন
আমরা পক্ষীরাজে উড়বো, আমরা খেলবো গরিব-গুর্বো
আমরা মুণ্ডু কেটে জুড়বো বেমানান
আমরা পক্ষীরাজে উড়বো, আমরা খেলবো গরিব-গুর্বো
আমরা মুণ্ডু কেটে জুড়বো বেমানান
আমরা পক্ষীরাজে উড়বো, আমরা খেলবো গরিব-গুর্বো
আমরা মুণ্ডু কেটে জুড়বো বেমানান
আমরা পক্ষীরাজে উড়বো, আমরা খেলবো গরিব-গুর্বো
আমরা মুণ্ডু কেটে জুড়বো বেমানান
Поcмотреть все песни артиста