আজ আবার মনে পড়ে
শিশির ভেজা রাত
হলুদ পাতার ভীড়ে বসে
নীরব নিথর দু'টি হাত
রেখেছিলাম তোমার চোখে
রাঙা মাটির ঘ্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
♪
সে আঁধার নেই, সে পাখি নেই
নেই সে তাল-সুপারি
বুকে আশার নদী নেই
নেই সে বাউল সারি গান
সে আঁধার নেই, সে পাখি নেই
(সে আঁধার নেই, সে পাখি নেই)
নেই সে তাল-সুপারি
বুকে আশার নদী নেই
নেই সে বাউল সারি গান
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
অতীত বয়ে আনে হারানো প্রাণ
Поcмотреть все песни артиста
Other albums by the artist