Kishore Kumar Hits

Chandrabindoo - Bhorer Kuasha lyrics

Artist: Chandrabindoo

album: Toker Jatno Nin


ভোরের কুয়াশা আজ ভেজা বকুল ফুল
ভোরের কুয়াশা আজ ভেজা বকুল ফুল
ঘুম যাচ্ছে, ঘুম যেও না, শৈশব
ঘুম যাচ্ছে, ঘুম যেও না, শৈশব
রাজপথ দিয়ে হাঁটছে ওই গান শেখারই স্কুল
রাজপথ দিয়ে হাঁটছে ওই গান শেখারই স্কুল
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব

বেলা শেষের আলো চেনালো অবাক কাশবন
আমার চিলেকোঠা কোথায় ভাসিয়ে যাস, মন
বেলা শেষের আলো চেনালো অবাক কাশবন
আমার চিলেকোঠা কোথায় ভাসিয়ে যাস, মন
তুই নিশ্চয়ই জল থৈ থৈ এক ঘরেরই দাওয়ায়
তুই নিশ্চয়ই জল থৈ থৈ এক ঘরেরই দাওয়ায়
ভোরের কুয়াশা আজ ভেজা বকুল ফুল
ভোরের কুয়াশা আজ ভেজা বকুল ফুল
ঘুম যাচ্ছে, ঘুম যেও না, শৈশব
ঘুম যাচ্ছে, ঘুম যেও না, শৈশব
রাজপথ দিয়ে হাঁটছে ওই গান শেখারই স্কুল
রাজপথ দিয়ে হাঁটছে ওই গান শেখারই স্কুল
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব

নিয়ন আলোয় মাখা ছাপোষা সকাল সন্ধ্যে
ভোরের ঘুম আসে তোমার চুলেরই গন্ধে
নিয়ন আলোয় মাখা ছাপোষা সকাল সন্ধ্যে
ভোরের ঘুম আসে তোমার চুলেরই গন্ধে
চলে যায় দিন ছিরি-ছাদহীন রোজ বিকেল বেলায়
চলে যায় দিন ছিরি-ছাদহীন রোজ বিকেল বেলায়
ভোরের কুয়াশা আজ ভেজা বকুল ফুল
ভোরের কুয়াশা আজ ভেজা বকুল ফুল
ঘুম যাচ্ছে, ঘুম যেও না, শৈশব
ঘুম যাচ্ছে, ঘুম যেও না, শৈশব
রাজপথ দিয়ে হাঁটছে ওই গান শেখারই স্কুল
রাজপথ দিয়ে হাঁটছে ওই গান শেখারই স্কুল
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব
ও বাউল বুকের ভেতর বসন্ত উৎসব

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists