Kishore Kumar Hits

Chandrabindoo - Bathroom lyrics

Artist: Chandrabindoo

album: Toker Jatno Nin


এক English medium school
কড়া discipline-এর ধ্বজা ওড়ে
এক English medium school
কড়া discipline-এর ধ্বজা ওড়ে
Half pant পরা sir অঙ্কের class নেয়
Miss ঢুকে miniskirt পরে
ও-হো-হো-হো, Miss ঢুকে miniskirt পরে
ও-হো-হো-হো, Miss ঢুকে miniskirt পরে
তুমি বাংলায় বলবে না কথা
তুমি বাংলায় বলবে না কথা
তুমি tiffin-এ খাবে না পাউরুটি
First আর fifth period-এ যদি Miss বলে
Bathroom যাবে গুটিগুটি
ও-হো-হো-হো, bathroom যাবে গুটিগুটি
ও-হো-হো-হো, bathroom যাবে গুটিগুটি
কচি ছেলেদের চোখ হলো ট্যারা
কচি ছেলেদের চোখ হলো ট্যারা
বান্ধবীদের dress দেখে
সেই frustration-এ bathroom-এর দেয়ালে
হিজিবিজি আঁকে আর লেখে
ও-হো-হো-হো, হিজিবিজি আঁকে আর লেখে
ও-হো-হো-হো, হিজিবিজি আঁকে আর লেখে
একদিন সুন্দর সকালে
এরকমই নামিদামী স্কুলে
Third period-এ দেখা গেল এক ছাত্র
ছোট্ট করে আঙ্গুল তুলে
ও-হো-হো-হো, ছোট্ট করে আঙ্গুল তুলে
ও-হো-হো-হো, ছোট্ট করে আঙ্গুল তুলে
তুমি first period-এ গিয়েছিলে না?
তুমি first period-এ গিয়েছিলে
আর third period-এ পেলো আবার?
তোমার third period-এ পেলো আবার?
বসে থাকো চেপেচুপে, pant ভিজে চুপচুপে
এক চড়ে করে দেবো সাবাড়
ও-হো-হো-হো, এক চড়ে করে দেবো সাবাড়
ও-হো-হো-হো, এক চড়ে করে দেবো সাবাড়
বন্ধুরা দেখে হেসে হেসে
আর প্রকৃতিও ডাকে ভালোবেসে
পেট তার ফেটে যার, সময় যে কেটে যায়
এবারে বেঞ্চি যাবে ভেসে
হায়-হায়-হায়-হায়, এবারে বেঞ্চি যাবে ভেসে
হায়-হায়-হায়-হায়, এবারে বেঞ্চি যাবে ভেসে
তলপেটে হয় খুব যাতনা
তাই মনে জাগে বিপ্লবী চেতনা
তলপেটে হয় খুব যাতনা
তাই মনে জাগে বিপ্লবী চেতনা
আন্টিও ছোট ছিলো, school-এ যেতো, class-এ যেতো
তখন কি তার কিছু পেতো না?
হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ, তখন কি তার কিছু পেতো না?
হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ-হ্যাঁ, তখন কি তার কিছু পেতো না?
অবশেষে জেগে ওঠে শোষিত
দিদিমনিই আসলে দোষী তো
তাই সগর্বে করিল সে ঘোষণা
আমি first period-এ গিয়েছিলাম
হ্যাঁ, আমি first period-এ গিয়েছিলাম
আর third period-এ যাবো আবার
আর third period-এ যাবো আবার
যেতে দিবি না কেন দিদিমনি তুই
Bathroom-টা কি তোর বাবার?
ও-হো-হো-হো, bathroom-টা কি তোর বাবার?
ও-হো-হো-হো, bathroom-টা কি তোর বাবার?
ও-হো-হো-হো, bathroom-টা কি তোর বাবার?
ও-হো-হো-হো, bathroom-টা কি তোর বাবার?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists