যদি বলো হ্যাঁ, BCS-এ বসে যাবো আমি যদি বলো না, আওড়াবো জয় গোস্বামী যদি করো দোনামোনা, কোল্ড কফি নিয়ে নেবো দু'টো যদি কেঁদে ফেলো, তাড়াতাড়ি সামলিয়ে উঠো কেজো বাড়ির পাশে মেজো বাড়ি আমরা তবু রোদ্দুর কাড়ি ধূলো বালির পরে বালি ধূলো হঠাৎ হাওয়া তোর ঠোঁট ছুঁলো সে তো চাইবেই, অস্ফুটে তুমি বলে ওঠো ♪ যদি বলো কবি, ভালো করে ভাজি ভৈরবী যদি বলো মাছি, দশটায় পাঁচটায় বাঁচি যদি বলো নেতা, সানগ্লাস পরে মারি কেতা যদি ডাকো সোনা, কোন ভন্ডামি রাখবো না ঘিঞ্জি মেস, তাও দারুণ ঠেক দড়িতে ঝুলে থাকে ভিজে জামা জুতোর ঘুম থেকে জাগে পেরেক টাকা পাঠাচ্ছে না মেজো মামা আমি তো চাইবোই, এ শহরে তুমি নেমে এসো ♪ যদি বলো প্লেন, পিঠে নিয়ে উড়ে যাবো স্পেন যদি বলো গান, একাই হই ডোভার লেন যদি বলো দিন, সূর্যকে টুঁটি ধরে আনি যদি বলো রঙিন, তোমাকেই শুধু আমি জানি ভেবেছো কৌটোর মাঝখানে ভোমরা রাখা আছে সাবধানে সোনা কাঠির পাশে রূপো কাঠি পকেটে নিয়ে আমি পথ হাঁটি জেনো উড়বোই, তুমি ঠোঁটে নিয়ো খড়কুটো ♪ যদি বলো শাড়ি, এক্ষুনি কিনে দিতে পারি টিউশনি নিতে হবে, জুটিয়ে শাসালো কোনো বাড়ি যদি বলো নারী, রাখি পুরুষালী চাপদাঁড়ি যদি বলো আড়ি, তোমাকেও ছেড়ে যেতে পারি