সকালে উঠে দেখি, এ কী! এক মুমূর্ষু গাধা
চোখ দুটো ঢুলুঢুলু তার, ঠোঁট দুটো সাদা
সকালে উঠে দেখি, এ কী! এক মুমূর্ষু গাধা
চোখ দুটো ঢুলুঢুলু তার, ঠোঁট দুটো সাদা
থেবড়িয়ে পড়ে যায়, ন্যাজে কী বাঁধা
গাধার অবস্থা কী করেছেন, কী করেছেন দাদা!
গাধাটাকে জল দাও (উড়ে যাবে)
আরে, গাধাটাকে জল দাও (মরে যবে)
গাধাটাকে জল দাও (চড়ে যাবে)
সুস্থ হলে তবে তো চড়ে যাবে!
হে, গাধাটাকে জল দাও (উড়ে যাবে)
না রে, গাধাটাকে জল দাও (মরে যবে)
গাধাটাকে জল দাও (চড়ে যাবে)
সুস্থ হলে তবে তো চড়ে যাবে!
♪
গায়ে কাঁপুনি, সঙ্গে হাঁপুনি, চোখেতে ঠুলি
পিঠে পুটুলি, লোমে এঁটুলি, দু'গালে ঝুলি
গায়ে কাঁপুনি, সঙ্গে হাঁপুনি, চোখেতে ঠুলি
আরে, পিঠে পুটুলি, লোমে এঁটুলি, দু'গালে ঝুলি
ল্যাগবেগিয়ে এগিয়ে যায়, আবার ফিরে আসে
তবু গাধার বুদ্ধি দেখো, সে তোমায় ভালোবাসে
গাধাটাকে ঘাস দাও (ভেসে যাবে)
আরে, গাধাটাকে ঘাস দাও (ফেঁসে যাবে)
গাধাটাকে ঘাস দাও (ঠেসে খাবে)
সুস্থ হলে তবে তো দেশে যাবে!
হে, গাধাটাকে ঘাস দাও (ভেসে যাবে)
আরে, গাধাটাকে ঘাস দাও (ফেঁসে যাবে)
গাধাটাকে ঘাস দাও (ঠেসে খাবে)
সুস্থ হলে তবে তো দেশে যাবে!
Поcмотреть все песни артиста
Other albums by the artist