Kishore Kumar Hits

Chandrabindoo - Jhilmil lyrics

Artist: Chandrabindoo

album: Gadha


সূর্যের দিকে চেয়ো না. চোখে ঝিলমিল লেগে যাবে
সূর্যগ্রহণের দিকে চেয়ো না, চোখে ঝিলমিল লেগে যাবে
সন্ত জোহনের দিকে চেয়ো না, চোখে ঝিলমিল লেগে যাবে

সূর্যের দিকে চেয়ো না, চোখে ঝিলমিল লেগে যাবে
সূর্যগ্রহণের দিকে চেয়ো না, চোখে ঝিলমিল লেগে যাবে
সন্ত জোহনের দিকে চেয়ো না, চোখে ঝিলমিল লেগে যাবে
লেগে যাবে
খোঁচা খাবে
নির্জন নদিয়ায় কে হায় প্রেম বিলায়
ভুঁইফোড় ন্যাড়ামাথা
লেগে যাবে
খোঁচা খাবে
নির্জন নদিয়ায় কে হায় প্রেম বিলায়
ভুঁইফোড় ন্যাড়ামাথা
পাখপাখালির দিকে চেয়ো না, গায়ে ঝিলমিল লেগে যাবে
রাতে মা কালীর দিকে চেয়ো না, চোখে ঝিলমিল লেগে যাবে
উগ্র আকালীর দিকে চেয়ো না, বুকে ঝিলমিল লেগে যাবে
লেগে যাবে
ব্যথা পাবে
ছোটো আছ ছোটো থাকো, সস্তা সাবান মাখো
দূরে দ্যাখো কলকাতা
লেগে যাবে
ব্যথা পাবে
ছোট আছ ছোট থাকো, সস্তা সাবান মাখো
দূরে দ্যাখো কলকাতা

কারো লেখাপড়া ট্যান যাবে, কারো গিলে করা পাঞ্জাবি
কেউ জাহাপনা খানজাহাঁ খেলে পিংপং বল
তুমি দোল খেল হাজরাতে
তুমি উঠে বসো মাঝরাতে
তুমি পুষে রাখ পাঁজরাতে জোড়া মফস্বল
কারো লেখাপড়া ট্যান যাবে, কারো গিলে করা পাঞ্জাবি
কেউ জাহাপনা খানজাহাঁ খেলে পিংপং বল
তুমি দোল খেল হাজরাতে
তুমি উঠে বসো মাঝরাতে
তুমি পুষে রাখ পাঁজরাতে ছোড়া মফস্বল
বলো কে হায় হৃদয়পুরে বেদনার ন্যাকা সুরে
এঁকে যাবে লতাপাতা
এঁকে যাবে
বেঁকে যাবে
সকলই ফুরায় ফুচকার প্রায় পড়ে থাকে শালপাতা
এঁকে যাবে
বেঁকে যাবে
সকলই ফুরায় ফুচকার প্রায় পড়ে থাকে শালপাতা
শাল পিয়ালের বনে যেয়ো না, মনে ঝিলমিল লেগে যাবে
এক শিয়ালের পানে চেয়ো না, ল্যাজে ঝিলমিল লেগে যাবে
Surreal-এর দিকে যেয়ো না, ব্রেনে ঝিলমিল লেগে যাবে
লেগে যাবে
রেগে যাবে
চিনেভাজা পানে যাও, তাড়াতাড়ি চানে যাও
শুনে দেখো মা'র কথা
লেগে যাবে
রেগে যাবে
চিনেভাজা পানে যাও, তাড়াতাড়ি চানে যাও
শুনে দেখো মা'র কথা

কেউ মাধুরীর fan club-এ, কেউ চাকু হাত চমকাবে
কেউ রাত্রিরে কম খাবে, হবে slim gym trim
ওরে আয় পাখি ল্যাজঝোলা, তোকে খেতে দেবো Coca-Cola
তুমি সন্ধ্যার মেঘমালা, আমি গব্বর সিং
কেউ মাধুরীর fan club-এ, কেউ চাকু হাত চমকাবে
কেউ রাত্রিরে কম খাবে, হবে slim gym trim
ওরে আয় পাখি ল্যাজঝোলা, তোকে খেতে দেবো Coca-Cola
তুমি সন্ধ্যার মেঘমালা, আমি গব্বর সিং
আরে পাখি-ফাকি থাকে নাকি, তুমি শালা unlucky
নিজে ভূমে অন্তরীণ
ভিনদেশি
ক্ষীণজীবী
সমস্ত দিন কোষ্ঠকঠিন, হাসি মুখে আড্ডা দিন
ভিনদেশি
ক্ষীণজীবী
সমস্ত দিন কোষ্ঠকঠিন, হাসি মুখে আড্ডা দিন
Goal-এ hat-trickপেতে যেয়ো না, পায়ে ঝিলমিল লেগে যাবে
ন্যাড়া কার্তিক বনে যেয়ো না, প্রাণে ঝিলমিল লেগে যাবে
নদীমাতৃক হতে চেয়ো না, গায়ে ঝিলমিল লেগে যাবে
সেলুলয়েডের দিকে চেয়ো না, মনে ঝিলমিল লেগে যাবে
মার্কস-ফ্রয়েডের দিকে চেয়ো না, প্রাণে ঝিলমিল লেগে যাবে
পিংক ফ্লয়েডের সুরে গেয়ো না, কানে ঝিলমিল লেগে যাবে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists