ইচ্ছে করে একটা ঘরে থাকবো দু'জনায়
গড়বো ভিটে খুশির ইটে, সঙ্গী হবি আয়
কলের পাড়ে জলের ধারা, ঘরের 'পরে তুই
চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই
সে ভাবনারা চোখ খোলে না
এ মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
আহা-হা, মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
পড়ছে কেন বিনা মেঘেই বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পাল্টে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
এ মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
♪
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে, নয়তো দে উড়িয়ে
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে, নয়তো দে উড়িয়ে
ও, আমাদের প্রেমের পরোয়ানা জারি
হয়ে গেছে অনেক আগে
ও প্রিয়া রে, প্রিয়া, আয় না একটু কাছে
ও প্রিয়া রে, প্রিয়া, একটা গল্প বলার আছে
ও প্রিয়া রে, প্রিয়া, আয় না একটু কাছে
ও প্রিয়া রে, প্রিয়া, একটা গল্প বলার আছে
Поcмотреть все песни артиста