এতদিন দূর থেকে দেখেছি কাছে এসে হাত যেই রেখেছি এতদিন দূর থেকে দেখেছি কাছে এসে হাত যেই রেখেছি হয়তো তুমি মানুষেরই মতো ব্যবহারে সংযত এ শরীরে হৃদয় আছে কি? আমি ক্রমশ গেছি ঘেঁটে তাই ভালোবাসার গেটে মুখ নিচু করে দাঁড়িয়ে আছি কেন পারিনা? আমি রাত জেগে করি পায়চারি না আমি হতে চাই ঘর সংসারী না আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না আমি হেরে যাই তবু হাল ছাড়ি না কত কিছু চোখে যেন পড়ে না ছায়ার সঙ্গে কুস্তি কেউই লড়ে না কত কিছু চোখে যেন পড়ে না ছায়ার সঙ্গে কুস্তি কেউই লড়ে না ভালোবেসে ফেলে বোকামি তাই ভাবি বসে আমি ওর শরীরে হৃদয় আছে কি? ছিলাম নিরীহ বঙ্গবাসী উড়ে এলো সাঁড়াশী এটা স্বপ্ন না reality কেন পারিনা? আমি রাত জেগে করি পায়চারি না আমি হোতে চাই ঘর সংসারী না আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না আমি হেরে যাই তবু হাল ছাড়ি না কেন পারিনা? আমি রাত জেগে করি পায়চারি না আমি হোতে চাই ঘর সংসারী না আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না আমি হেরে যাই তবু হাল ছাড়ি না